1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:25 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

কুমারখালী বাঁশগ্রাম-পান্টি সড়কে নির্মাণাধীন সেতু ৬০ দিনের কাজ ১০ মাসেও শেষ হয়নি, বাড়ছে দুর্ঘটনা

  • প্রকাশিত সময় Monday, October 25, 2021
  • 145 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥  পুনঃনির্মাণের জন্য সেতুটি ভাঙা হয়েছে প্রায় দশ মাস পূর্বে। কাজের মেয়াদও শেষ হয়েছে দশমাস আগে। কিন্তু এখনও সেতুর কাজ শেষ হয়নি। ভাঙা সেতুতে নেই কোন নিশানা। ভাঙা অংশে নেই প্রতিরোধ ব্যবস্থা। নির্মাণ করা হয়নি বিকল্প সড়ক। তবুও নিত্য প্রয়োজনে চলাচল করছে যানবহন ও জনগণ। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ঘটছে প্রাণহানির ঘটনাও। এমন চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম হতে পান্টি সড়কস্থ আদাবাড়িয়া খালপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ প্রায় দশমাস আগে সেতুটি ভাঙা হয়েছে। ঠিকাদারের খোঁজ নেই। ভাঙা অংশটুকুতে কোন প্রতিরোধ ব্যবস্থা নেই। নেই কোন নিশানা। চলাচলের বিকল্প রাস্তাও নির্মাণ করেনি ঠিকাদার। দিনের বেলায় কোনমতে চলাচল করা গেলেও, রাতের চিত্র ভিন্ন। প্রতিনিয়ন ঘটছে দুর্ঘটনা। দশমাসে প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। দুইজন নিহত সহ আহত হয়েছেন কয়েকশত মানুষ। এলাকাবাসী জানায়,  উপজেলার চাদপুর, বাগুলাট ও পান্টি ইউনিয়নের প্রায় লাখ খানেক মানুষের জেলা ও রাজধানী শহরে চলাচলের একমাত্র সড়ক এটি। এছাড়াও পার্শ্ববর্তি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার একাংশ এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি গ্রামীণ হলেও ব্যস্ততা রয়েছে বেশ। কিন্তু এই ব্যস্ততম সড়কে পুনঃ নির্মাণ করা হচ্ছে ছোট সেতুতি। সেতু ভেঙে সড়কে ছোট পুকুর খনন করা হয়েছে। চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয়েছে জরাজীর্ণ ড্রাইভেশন সড়ক। নিত্য প্রয়োজন মেটাতে চলাচলকারীরা জীবণের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে সুদিনের (নতুন সেতুর) অপেক্ষায়। তবে সেতু নির্মাণে কাজের মেয়াদ শেষ হয়েছে আরো দশ মাস আগেই। কিন্তু সেতুর কাজ শুরু হয়নি । ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় ভোগান্তি বাড়িছে এই সেতুটিও। উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা গেছে, এসড়কের ২ হাজার মিটার চেইনেজে (আদাবাড়িয়া ভাটা এলাকা) তিন মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থ বক্স কালভার্টের অনুমোদন দেয় এলজিইডি। ৬০ দিন মেয়াদি একাজের চুক্তিমূল্যও প্রায় ১৮ লক্ষ্য ১২ হাজার ১৯৫ টাকা। ইডেন্ডারের মাধ্যমে একাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়া আড়ুয়াপাড়ার মেসার্স আসিফ এন্টারপ্রাইজ। ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর একাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ১ থেকে ২ শতাংশ। সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের পাশে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। পাকা সড়কের মাঝে একটি পুকুর খনন করা। নেই দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা ও বিকল্প সড়ক। স্থানীয়রা খালের উপর বাঁশের চরাট বানিয়ে দিয়েছে। চরাট দিয়ে চলাচল করছে মানুষ ও ইজিবাইক গুলো। একিষয়ে বাগুলাট ইউনিয়নের মৃত রাসেল হোসেনের ছেলে নিলয় বলেন, ‘ আমার বাড়ি এখানেই। ডিগ্রিতে পড়াশোনা করি। সেতু নির্মাণের নাম করে পুকুর খনন করা হয়েছে। নেই প্রতিরোধ ব্যবস্থা। নেই রাস্তা। নেই নির্মাণ কাজের নিশানা। এখানে মানুষের ভোগান্তির শেষ নেই। প্রতিনিয়নিত দুর্ঘটনা ঘটছে। গত রোববার রাত ১০ টার দিকে একজন শিক্ষক মোটরসাইকেল নিয়ে সেতুর ভাঙা অংশে পড়ে যায়। তাঁর পায়ের ভিতর রড ঢুকে গেছে। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ‘ এবষয়ে রাস্তা দিয়ে চলাচলকারী যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের অটোচালক আনিসুর রহমান বলেন,’ একটা সিজারের রোগী কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম। কিন্তু ৬ মাসের বেশি রাস্তায় পুকুর কাটে থৈইছে (রেখেছে)। সারার (মেরামত) নাম নেই। এমন কাম (কাজ) মানসে (মানুষ) করে নাহি।’ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা থেকে নিয়মিত কুষ্টিয়ায় ডাক্তার দেখাতে যান লুবনা খাতুন। সে বলেন, ‘ কলেজ ছাত্রী ও হার্টের রোগী আমি।  নিয়মিত এই সড়ক দিয়ে শৈলকূপা শহর থেকে কুষ্টিয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া আসা করি।  ভাঙা রাস্তায় (ড্রাইভেশন-রাস্তা) নামলে বুক ধরফর করে। মনে হয় এই বুঝি মরে গেলাম।’ চাদপুর ইউনিয়নের মহননগর এলাকার বসির উদ্দিন (৬৫)। সাইকেল চালিয়ে চলাচল করেন তিনি। তিনি বলেন, এক বছর হয়ে গেল, তবুও ব্রিজের কাজ শেষ হয়নি। জনগণের চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। সেতু এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘ আমার ঘরের পিছনে ভাঙা সেতুটি। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত দশমাসে একশর বেশি দুর্ঘটনা ঘটেছে। কয়েকশ মানুষ আহত হয়েছে। গত রোববার একজন ও গত শনিবার আটজন শ্রমিক আহত হয়েছেন। আদাবাড়িয়া গ্রামের আজিজুলের ছেলে রাকিব বলেন, ‘ দিনেরাতে সব সময় এক্সিডেন্ট হচ্ছে। কারো নজর নেই এদিকে। রাতে অপরিচিতরা পাখির মত গর্তে পরে আহত হচ্ছে। এপর্যন্ত দুইজন মারা গেছেন। দ্রুত সেতুটি নির্মাণ হওয়া দরকার। এবিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঠিকাদার সাইদুর রহমান লালু বলেন, ‘ সেতুর ভাঙা অংশ টেন্ডার নিয়ে কিছুটা সময় কালক্ষেপন হয়। কিন্তু বিকল্প রাস্তা করা হয়েছিল। পরবর্তীতে পানি প্রবাহ সচল রাখার জন্য স্থানীয় রাস্তা কেটে বাঁশের চরাট দিয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। তবে দুর্ঘটনার বিষয় জানা নেই।’ উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন,’ নানা জটিলতায় কাজ শেষনি। ঠিকাদারদের চাপ দেওয়া হচ্ছে কাজের জন্য। আগামীকাল ( মঙ্গলবার) কাজ শুরু করর কথা জানিয়েছে ঠিকাদার।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ দুর্ঘটনার বিষয় জানতে পেরেছি। প্রকৌশলী অফিসকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640