1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:53 pm

খোকসায় ডাকাতির প্রস্তুুতিকালে অস্ত্রসহ দুই যুবক আটক

  • প্রকাশিত সময় Sunday, October 24, 2021
  • 269 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুুতিকালে অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক সজল বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে ও রাজিব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। তারা দুজনই পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন যুবক ওই এলাকার লক্ষ্মী বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। একপর্যায়ে সজল ও রাজিবকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং এক রাউন্ড কার্তুজসহ আটক করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। উপজেলার জানিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, আটকরা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দুই জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে পাঁচজন ডাকাতকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলার প্রস্তুুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640