কাগজ প্রতিবেদক ॥ ২৪ অক্টোবর রবিবার গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক(সম্মান) শ্রেণীতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে দেশের ২০টি পাবলিক বিশ^বিদ্যালয়ে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ^বিদ্যালয়ে ও বি ইউনিটের পরীক্ষা বিশ^বিদ্যালয়ে প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষায় প্রায় ৫৯২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করায় সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ। এছাড়া ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ^বিদ্যালয় মেইন গেটের সামনে ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের জন্য ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর নির্মিত অভিভাবক কর্ণার পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ও সার্বিক বিষয়ে খোজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান, ইবি ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ, আরাফাত ও মিজানুর রহমান লালন প্রমুখ। আজকের বি ইউনিটের পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ^বিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply