কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ও সম্প্রীতি রক্ষায় সমাবেশ ও শোভাযাত্রা করেছে কুষ্টিয়া পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ। শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া পৌর এলাকার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা আওয়ামীলীগের ১৩টি ইউনিয়নের নেতা কর্মিদের অংশগ্রহনে এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তারা বক্তব্যে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আত্মত্যাগী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশে আবারও একদল হায়েনা-শকুনীর সাম্প্রদায়িক উস্কানীতে জামায়াত-বিএনপি দেশব্যাপী যে প্রাণ সংহারী ধ্বংসাত্মক উন্মাদনার সৃষ্টি করেছে তাদের চিহিœত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে সেতু গড়ে তুলতে সকলের প্রতি উদ্বাত্ত আহ্বান জানান তিনি। আতাউর রহমান আতা আরও বলেন, কুমিল্লার ঘটনাকে পুজি করে সারা দেশে মৌলবাদী শক্তি ও জামায়াত-বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে হামলা, ভাংচুর করে দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী। বাংলাদেশে সকল ধর্মের-বর্ণের মানুষের অধিকার রয়েছে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি এই বিশাল সমাবেশে সকল ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুষ্টিয়ার মাটিতে সাম্প্রদায়িক উন্মাদনার স্থান নেই। যে কোন মুল্যে তাদের প্রতিহত করতে আইনশৃংলবাহিনীর পাশাপাশি পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রস্তৃত রয়েছে। সামাবেশ ও শোভাযাত্রা শেষে বড় বাজার রেলগেটে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান বলেন, আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। এখানে হিন্ধু, খ্রীষ্টান, মুসলমান, বৌদ্ধদের দেশ। এখানে কোন ভেদাভেদ নেই। যারা পরিকল্পিত ভাবে দেশের মধ্যে একটি বিশৃংলা সৃষ্টি করতে চায় তাদের আশা পুরণ হবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার সজাগ আছে। তিনি বলেন, আজকের এই বিশাল সমাবেশ, শোভাযাত্রা প্রমাণ করে মানুষ এ ধরণের অপকর্মকে রুখতে মাঠে-ময়দানে প্রস্তুুত রয়েছে। সভাপতির বক্তব্যে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম বলেন, আজকের এই সমাবেশ ও শোভাযাত্রা থেকে আমাদের বুঝতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার এই মৌলবাদি শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তিনি আগত শহর ও পৌর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে এমন একটি সফল আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একরামুল হক, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান, এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সভাপতি তাইজাল আলী খান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। সমাবেশ শেষে’র অগ্রভাগে হিন্ধু, বৌদ্ধ, খ্রীষ্টান পুরোহিত ও মুসলমান হুজুরকে সামনে রেখে শহরের পৌর বিজয় উল্লাস চত্বর থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত বিশাল শোভাযাত্রা অনুষ্টিত হয়।
Leave a Reply