কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ভূমি অফিসের সার্ভেয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সমন্বিত কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার মো: মাহফুজুর রহমান ও তার স্ত্রী মোছা: রাশিদা বেগমের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সমন্বিত কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়ার সহকারী পরিচালক আলমগীর হোসেন মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু। মামলার আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার মো: মাহফুজুর রহমান ও তার স্ত্রী মোছা: রাশিদা বেগম। তারা কুষ্টিয়া শহরের ম.আ.রহিম পিটিআই সড়কের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার মো: মাহফুজুর রহমান ও তার স্ত্রী মোছা: রাশিদা বেগম জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপুর্ণ ২০ লাখ ৬৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জন,দখল, সম্পদ হস্তরুপান্তর/স্থানান্তর করাসহ সম্পদ অর্জনে সহায়তা করেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সালের ২৬(২) ও ২৭ (১) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অপরাধ হিসেবে গণ্য। কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা হয়েছে। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply