1. nannunews7@gmail.com : admin :
November 19, 2025, 11:14 am

আজ বি আর বি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • প্রকাশিত সময় Friday, October 22, 2021
  • 133 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দেশের বৈদ্যুতিক কেবল জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান বি আর বি কেবলস্র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ সকালে বি আর বি কারখানা চত্বরে সীমিত পরিসরে বেশ কিছু কর্মসুচী পালিত হচ্ছে। ১৯৭৮ সালের ২৩ অক্টোবর বি আর বি’র প্রতিষ্ঠাতা আলহাজ¦ মজিবর রহমান ক্ষুদ্র পরিসরে বি আর বি কেবলস্র যাত্রা শুরু করেন। গুণগত মান, উৎপাদন কৌশল, দেশ ও বিদেশে প্রতিযোগীতায় বি আর বি কেবলস্ শীর্ষে অবস্থান নেয়ায় একে একে জাতীয় ও  আন্তজার্তিক, পুরুস্কার লাভ করে। সফলতা, কর্মদক্ষতা আর বি আর বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমানের নিরলস প্রচেষ্টায় বি আর বি কেবলস্ বৃহত থেকে বৃহত্তর প্রতিষ্ঠান এবং একটি থেকে প্রায় ১৫টি প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে। বি আর বি কেলস্র প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান সকল শুভকাংখীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640