কৃষি প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে কমলা বাগান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তরুণ উদ্যোক্তা সালাহউদ্দিন জিকু। তিনি মিরপুর উপজেলার আটিগ্রাম ছাতিয়ান ইউনিয়নের ধলসা পয়ারী গ্রামের বাসিন্দা। কয়েকবছর আগে পরীক্ষামুলকভাবে কমলা বাগান গড়ে তুলতে তার নিজের দুই বিঘা জমিতে আড়াইশটি চাইনিজ কমলাসহ কয়েক ধরনের কমলার চারা রোপণ করেন। বাগান গড়ে তোলার আড়াই বছরের মাথায় বাগানে কমলার ব্যাপক ফলন হয়েছে। এখন সালাহ উদ্দিন জিকুর বাগানে গাছে গাছে ঝুলছে রঙিন কমলা। বাগানে অভাবনীয় ফলনে তার মুখে হাসি ফুটেছে। সেই সঙ্গে তিনি লাখপতি হয়েছেন। তার এই কমলা চাষের সফলতা দেখে এলাকার অনেক চাষি তার কাছ থেকে চারা কিনে চাষ শুরু করছেন। এছাড়া প্রতিদিনই শত শত দর্শনার্থীরা জিকুর বাগানে কমলা দেখতে ভিড় জমাচ্ছেন। এদিকে সমতল ভূমিতে কমলার এমন ফলন অবাক করেছে স্থানীয় কৃষি বিভাগকেও। কৃষি কর্মকর্তারা বলেন, অতীতে এমন কমলার ফলন এ জেলায় দেখা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাইনিজ জাতের কমলাসহ কয়ের ধরনের গাছে দৃষ্টিনন্দন শত শত ফল ধরে আছে। হাত বাড়ালেই তা ধরা যাচ্ছে। হালকা হলুদ ও গাড় হলুদ রঙের কমলা সবুজ পাতার মধ্যে ঝুলে থাকায় তা ছবির মতো দেখা যাচ্ছে। সব থেকে বেশি ধরেছে চায়না কমলার গাছে। গাছে ধারণ ক্ষমতার বেশি কমলা ঝুলে থাকায় তা ধরে রাখতে বাঁশের ঠেকনা দেয়া হয়েছে। বাগানে গিয়ে দেখা মিললো বেশ কিছু দর্শনার্থীদের। তাদের মধ্যে কথা হলো মহিন, আক্তার ও বিপুল। তারা এসেছিলেন এই বাগান দেখতে। তারা জানান, আমাদের জেলায় এতো সুন্দর কমলাবাগান দেখে আমরা সত্যি অভিভুত। গাছ থেকে সহজেই পেড়ে খাওয়া যায় এতো সুন্দর কমলা। আমরা বাগান ঘুরে ঘুরে দেখলাম। কিছু কমলা কিনলাম। সাথে কয়েকটি কমলা চারাও কিনে নিলাম। এ বিষয়ে জানতে চাইলে সালাহ উদ্দিন জিকু জানান, আড়াই বছর আগে দুই বিঘা জমিতে আড়াইশটি কমলার চারা লাগাই। গতবছর কিছু কিছু গাছে ফল ধরলেও এবছর প্রায় বাগানের সব গাছে কমলা এসেছে। এ বছর তিনি ইতিমধ্যে প্রায় লাখ টাকার কমলা বিক্রি করেছেন। আরও লাখ দুয়েক টাকার কমলা বিক্রি করবেন বলেও আশা ব্যক্ত করেন। এছাড়াও আরও ৪ লাখ টাকার চারা বিক্রি করেছেন তিনি। তিনি বলেন, কমলা বিক্রি করতে কোন ঝামেলাই নেই। পাইকার ব্যবসায়ীরা বাগান থেকে কমলা নিয়ে যান। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আমার বাগান দেখতে ভিড় করে। তারাও বাগান থেকে কমলা কিনে হাসিমুখে বাড়ি ফেরেন। কমলা বাগান পরিচর্যা নিয়ে জিকু জানান, কমলার বাগান করতে তেমন কোনো কষ্ট করতে হয় না। তবে জমির চারপাশে ভালো করে বেড়া তৈরি করতে হয়। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১২ বছর পর্যন্ত ভালোভাবে ফল পাওয়া যাবে। এছাড়া অনাবৃষ্টির সময়ে গাছে সেচের ব্যবস্থা করতে হয়। আগাছা পরিষ্কার রাখতে হয়। গাছে ফল আসলে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেলে বাড়তি নজরদারি করতে হয়। জিকু বলেন, সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে রাতের বেলা এক ধরনের পোকা কমলার ক্ষতি করে। ফলে কমলাগুলো ঝরে পড়ে। তবে ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার আমার বাগানে আসেনা বলেও অভিযোগ করেন তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন কৃষি কর্মকর্তারা যদি আমার বাগানে এসে পরামর্শ দিতে তাহলে হয়তোবা আমার বাগানটি আরও অনেক ভালো হতো। কুষ্টিয়ার মিরপুর জেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ বলেন, আমার উপজেলায় কমলা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন সালাহ উদ্দিন জিকু। তার বাগানের কমলার স্বাদে মিষ্টি আর রসালো। তবে এখানকার মাটিও ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে বাগানজুড়েই ফল এসেছে। আগামীতে আরও কমলার চাষ বাড়বে বলেও জানান তিনি।সম্ভাবনাময় এ কমলার চাষ বাণিজ্যিকভাবে দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের কৃষক। তিনি বলেন, পোকা দমন ও সার প্রয়োগে বিষয়ে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে আরও লাভবান হবেন চাষিরা। কৃষি বিভাগ বাগানিদের পরামর্শসহ যে কোনো সহায়তা দেবে।
Leave a Reply