কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, নিরাপদ অভিবাসন ও দক্ষতা অর্জন গুরুত্বপুর্ন বিষয়। এদুটি বিষয়কে গুরুত্ব দিয়ে একজন মানুষ বিদেশে গেলে তার কোন সমস্যা থাকার কথা নয়। সকলকে বৈধভাবে বিদেশ যেতে হবে এবং বৈধ উপায়ে উপার্জন এবং সরকারী নিয়মনীতি মেনে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে হবে। দক্ষতা অর্জন ও নিরাপদ অভিবাসনই সকল সমস্যার সমাধন দিতে পারে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা অর্জন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এই সেমিনারে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃনাল কান্তি দে। আলোচনায় অংশ নেন কুষ্টিয়া কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান, বাসস কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলাল, বিটিভি কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, যায় যায় দিন কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন টিটিসির অধ্যক্ষ মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দক্ষতা অর্জনের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। একজন কর্মী বিদেশে যেয়ে দক্ষতার সাথে কাজ করলে সে ভাল পারিশ্রমিক পাবেন আর তার অভিবাশন সঠিক কিনা সরকারীভাবে যাচাই বাচাইয়ের যে সুযোগ রয়েছে তা মেনে চলতে হবে। তিনি বলেন, সরকার প্রবাসীদের দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দিয়ে টিটিসির মত প্রতিষ্ঠান প্রতিটি জেলায় স্থাপন করে সেই লক্ষে কাজ করে যাচ্ছে। দালালদের মাধ্যেমে অতি লোভী হয়ে ভুল পথে যারা পা বাড়াচ্ছেন তারাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই ক্ষতির আগে আপনাকে বিশেষভাবে ভাবতে হবে। আপনি বিদেশে যেয়ে কাজ করার মত যোগ্য কিনা?
জেলা প্রশাসক আরো বলেন, আপনারা বিদেশে যেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে বৈধভাবে পাঠাবেন তাতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। সভাপতির বক্তব্যে টিটিসির অধ্যক্ষ মেহেদী হাসান বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মূল কাজ হচ্ছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য শ্রমবাজার সম্প্রসারণসহ নতুন নতুন দেশে কর্মী প্রেরনের উদ্যোগ গ্রহন, বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরী, অন্যান্য দেশ ও সংস্থার সাথে চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষর, বিভিন্ন দেশে মিশন সমুহের শ্রম কল্যাণ উইং এর মাধ্যমে প্রবাসী কর্মীদের সকল ধরনের সহায়তা প্রদান এবং রিক্রুটিং এজেন্টের লাইসেন্স প্রদান এবং কার্যক্রম পরিবীক্ষণ করা। সেমিনারে অংশ নেন সংবাদ কর্মী, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, চৌকিদারগণ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) শারমিন আক্তার।
Leave a Reply