কাগজ প্রতিবেদক ॥ সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ শ্লোগানে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হযয়। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশার সভাপতিত্বে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেজর পরিচালনায় শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত বুধবার শহরের সাদ্দাম বাজার মোড়স্থ কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের কার্যালয় থেকে শত শত নেতাকর্মী নিয়ে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এনএস রোডস্থ বঙ্গবন্ধু সুপার মার্কেটের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের সচেতন মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে এ অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বাত্মকভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন আহমেদ মৃদুল হাসান সাবেক সহসভাপতি কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, আফজাল হোসেন শিশির সহসভাপতি সদর উপজেলা যুবলীগ, লাল্টু রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবলীগ, মোঃ জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা যুবলীগ, মোঃ আলী নিশান সাবেক যুগ্ম আহবায়ক কুষ্টিয়া শহর যুবলীগ, মোঃ সোহেল আহমেদ সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্রলীগ, খ ম রাজীব সাবেক সাধারণ সম্পাদক ঝিনাইদহ শহর ছাত্রলীগ, মোঃ সোহেল রানা সাবেক ছাত্রনেতা প্রমুখ।
Leave a Reply