আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষে নাগরিক কমিটির উদ্যোগে এক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ঈগল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিরপুর নাগরিক কমিটির সভাপতি আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিমের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, মিরপুর নাগরিক কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, মিরপুর নাগরিক কমিটির অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটাস, সহ-অর্থ সম্পাদক বাবলু রঞ্জন বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক সুমন মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, নাগরিক কমিটির সদস্য ফিরোজ আহাম্মেদ, রফিকুল ইসলাম, আশরাফুল আলম হীরা, আছাদুর রহমান বাবু, মামুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply