কাগজ প্রতিবেদক ॥ শেখ রাসেলের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শিশু- কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে এক কলঙ্কময় অধ্যায় রচনা করেছে ঘাতকেরা। পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক হত্যার শিকার হয়েছেন কাউকেই স্বপরিবারে হত্যা হতে হয়নি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এক মাত্র রাষ্ট্রনায়ক, জাতির পিতা যাকে স্ত্রী, শিশু পুত্রসহ স্বপরিবারে শহীদ হন। তিনি আরও বলেন, শেখ রাসেল সকল শিশুর প্রতিচ্ছবি। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শিশু-কিশোরদের আগামী দিনের মানবিক বোধ-সম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার দীক্ষা নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু। আলোচনা সভা শেষে কেক কেটে শিশুদের মুখে তুলে দেন প্রধান অতিথি। এর আগে বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খোকন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, শহর ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল প্রমুখ। সাবির্ক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন। এর পরে প্রধান অতিথি পিটিআই রোডস্থ শেখ রাসেল প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া সেন্ট্রাল কলেজ, মাহবুবউল আলম হানিফ এমপির বাসভবনে পৃথক পৃথক ভাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
Leave a Reply