1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:30 pm

আজ থেকে মিরপুরে থামবে আন্তঃনগর ট্রেন সুন্দরবন ও সাগরদাঁড়ি এক্সপ্রেস

  • প্রকাশিত সময় Monday, October 18, 2021
  • 166 বার পড়া হয়েছে

আমলা প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি করবে। এ উপলক্ষ্যে মিরপুর ষ্টেশনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দীর্ঘ অপেক্ষার পর আজ মঙ্গলবার থেকে মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির সিদ্ধান্ত হয়েছে। এতে করে মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচল কারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) এবং রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী (৭৬১/৭৬২) আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইসরাইল হোসেন বলেন, আমরা ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট ব্যবস্থাপনানহ অন্যান্য বিষয়ে প্রস্তত রয়েছি। ইতিমধ্যে ট্রেন ও ট্রেন দুটির ড্রাইভারকে বরন করে নিতে উপজেলা নাগরিক কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্থানীয় মিরপুর উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মিরপুরের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণ ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মিরপুর উপজেলা নাগরিক কমিটি নামে স্থানীয় একটি সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640