আলমডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বিকেলে তিনি নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি রথতলা দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষিত হয়েছে। যারা নৌকার মনোনয়ন পাবে দলের সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সব সময় সককলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের মূল শক্তিই হলো তৃণমূল। তৃণমূলের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।
তিনি হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এদেশে যুগ যুগ ধরে হিন্দু- মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করছে। একটি চক্র এই সম্প্রীতি বিনষ্ট করার চেস্টা করছে। কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেস্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক কাজী কালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, জেলা পরিষদের সদস্য আবু মুসা , সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, তপন কুমার বিশ^াস। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, সমীর কুমার দে, মাহমুদুল হাসান চঞ্চল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, সিহাব, টিটন, সজীব, অটাল প্রমুখ।
Leave a Reply