কাগজ প্রতিবেদক ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলাম ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ করে। জামাত যেভাবে ধর্মের পবিত্রা নষ্ট করেছে এরা প্রত্যেকেই দোযখের আগুনে ছাড়া বেহেস্তে যাওয়ার সুযোগ নেই। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিলপাড়ায় মোহিনী মোহন বিদ্যাপীঠ’র চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে উপস্থিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও মোহিনী মোহন বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি বাবু নীরেন্দ্র নারায়ন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, শিক্ষা প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদুল করিম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কাউন্সিলর আনিছ কোরাইশীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর পরে সদর উপজেলা বটতৈল ইউনিয়নে ২৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মীর আবু আব্দুল্লাহ মোমোরিয়াল বিদ্যালয়ে নতুন ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে যোদ দিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply