কাগজ প্রতিবেদক ॥ করোনা স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। গতকাল শুক্রবার সকাল থেকে সব পূজা মন্ডপে ছিল বিষাদের সুর। বিজয় দশমীর দিনে বিষর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান দূর্গতিনাশিনী মা দূর্গা। পেছনে ফেলে যান ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার আনন্দ অশ্রু। বিদায় বেলায় করোনা মহামারী থেকে সকলকে যেন মুক্তি দেয় এমন প্রত্যাশা ছিল মা’র কাছে ভক্তদের। এদিকে সন্ধ্যার মধ্যেই কুষ্টিয়ার গড়াই নদী, পদ্মা নদী ও হিসনা নদীসহ বিভিন্ন স্থানে ২৫১টি মন্ডপের দুর্গাপূজার বিসর্জন শান্তপূর্ণভাবে শেষ হয়। ভক্তরা অশ্রুসজল নয়নে মা’কে বিদায় জানায়। এদিকে দেবী দূর্গার বিষর্জনে ভক্ত ও দর্শনার্থীতে পূর্ণ হয়ে যায় পদ্মা, গড়াই নদীর পাড়।
Leave a Reply