কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম’র যুগ্ম সাধারন সম্পাদক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ও কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজাকে গতকাল ১৪ অক্টোবর সকাল ১১ টা ৫০ মিনিটে কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে জুগিয়া দর্গাপাড়ার বাসিন্দা জামায়াত পরিবারের সক্রিয় কর্মী ও জেলা জামায়াতের নায়েবে আমির ফরহাদ হুসাইনের নাতি ছেলে শিবির নেতা নাজমুস সাদাত বাবুলের ছেলে নাজমুস সাদাত শুভ ( ২৫ ) তার ব্যবহৃত মোবাইল ফোন যার নং ০১৮৪১-৫১৬১৩৯ থেকে সাংবাদিক রেজার ব্যবহৃত মোবাইল ০১৭১৬-১৮২৩৩৪ নম্বরে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মহিদুল ইসলাকে অবগত করলে তিনি আইনগত ব্যবস্থাগ্রহনের পরামর্শ প্রদান করেন। এ ব্যাপারে গতকাল বিকালে কুষ্টিয়া মডেল থানায় সাংবাদিক রেজাউল করিম রেজা একটি সাধারণ ডাইরী করেন। যার নং ৮০৮, তাং ১৪/১০/২১। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম জানিয়েছেন, সাধারণ ডাইরিটি নথিভুক্ত পুর্বক তাৎক্ষণিক একজন অফিসার মাধ্যমে তদন্ত করতে দেয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Leave a Reply