কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের একটি সম্প্রীতির দেশ। এখানে সকলে সকলের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। কেননা বর্তমান সরকার বিশ^াস করে ধর্ম যার যার উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনা দেশে সকল ধর্মের মানুষের জন্য একটি সৌহাদ্রপুর্ণ বন্ধন তৈরি করতে নিরলভাবে কাজ করে যাচ্ছেন। কোন প্রকার সাম্প্রদায়িক উসকানিমুলক কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবে না বলে তিনি হুসিয়ারি উচ্চারণ করেন। গতকাল দুপুরে কুষ্টিয়া কেন্দ্রীয় গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে তিনি নগদ অর্থ ও উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা পুর্জা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, নুর আলম দুলাল, বাংলাদেশ হিন্ধু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী, ৫ নং ওয়ার্ড আলোচনা সভা শেষে বিভিন্ন পুজা কমিটির হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এর আগে দুপুরে তিনি কুষ্টিয়ায় তার পিটিআই রোডস্থ নিজ বাসভবনে ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা সমাজ কল্যাণ কমিটি কর্তৃক ব্যাক্তি শ্রেনির অনুদান এবং ক্যান্সার কিডনি ফেইলিওর ও অন্যান্য জোটিল রোগীর সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। বিকেল ৩টায় কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে তিনি একটি অ্যাম্বুলেন্স বিতরণ করেন। এর পর হাসপাতালের হল রুমে এক মতবিনিময় সভায় তিনি যোগ দেন। এ সময় কুষ্টিয়া-৪-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, ২শ ৫০ শর্য্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন, আর এমও ডাঃ আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply