1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 11:41 pm
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

ছাত্রদল’র বোনাফাইড ক্যাডারই এখন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক !

  • প্রকাশিত সময় Tuesday, October 12, 2021
  • 118 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ চঞ্চল মোল্লা কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির আহবায়ক। পিতা ওয়াহেদ মোল্লা উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য। ভাই আলম মোল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কালীন সময়ে বিএনপির মন্ত্রী আহসানুল হক পচা মোল্লার পুত্র বিএনপির সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সন্ত্রাস, মাদক কারবারি নিয়ন্ত্রকবাহিনীর অত্যাচারে যখন পুরো দৌলতপুরবাসী অতিষ্ঠ, কেউ কেউ নিজের পৈত্রিক ঘর বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। বাচ্চু মোল্লার ওই বাহিনীর একজন সক্রিয় সদস্যও ছিলেন চঞ্চল মোল্লা। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি একজন ছাত্রদলের ‘বোনাফাইড’ ক্যাডারও বটে। ব্যাপক তথ্যানুসন্ধানে এমন সব তথ্য বেরিয়ে এসেছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক চঞ্চল মোল্লার বিরুদ্ধে। তার পরও তিনি কোন এক অলৌকিক শক্তির বদৌলতে ২০১৭ সালে ১৩ই মার্চ মাত্র তিন মাসের জন্য দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক পদটি বাগিয়ে নেন। এতে হতবাক-বাকরুদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, রাজপথের ত্যাগী ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মিরা।

একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, চঞ্চল মোল্লা ও তার  পরিবার পৈত্রিক ভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় লালিত। রাজনীতি করেছেন জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে। মাদক-সন্ত্রাসের অভ্যায়ারন্য হিসেবে খ্যাত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক-সন্ত্রাসের রাজত্ব নিয়ে বিগত বছরগুলোতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। এখনও ছোট খাট সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়। জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর দৌলতপুরকে মাদক-সন্ত্রাস মুক্ত করতে বাঘা বাঘা মাদক চোরাকারবারীকে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে নিয়ে এসেছেন। আইনশৃংলাবাহিনীর কঠোর হস্তক্ষেপে অনেক সন্ত্রাসী, মাদক চোরাকারবারীকে নির্মুল করেছে। কিন্তু নিজেদের গা বাঁচাতে বিএনপি-জামায়াত পন্থী ক্যাডাররা’ বর্ণচোরা’ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাধারী এ দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী আওয়ামীলীগ, ছাত্রলীগে নাম লিখিয়ে শুধু বাঁচার চেষ্টাই করছেন না। দলের মধ্যে বর্ণচোরা হয়ে ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী সংগঠনকে জনমানুষের সামনে বার বার প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। চঞ্চল মোল্লা তার একটি উজ্জল উধাহরণ হতে পারে। সুত্রটি আরও জানায়, চঞ্চল মোল্লা এলাকায় একজন মাদক সেবী হিসেবে বিশেষ পরিচিত। বেশ কিছুদিন আগে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে একজন মহিলা চঞ্চল মোল্লার মুখে সিগারেটে ইয়াবা ধরিয়ে দিচ্ছে বেশ যতœ করে। আর তিনি বেশ আয়েশ করে টানছেন। তার এসব অপকর্ম নিয়ে ইতিপুর্বে বেশ কিছু গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে।  এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অনেক আগের। সে সময় চঞ্চল মোল্লার বিষয়ে কথা উঠলে তৎকালীন সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীসহ অনেকে তার পক্ষে কথা বলে। বলা হয় তারা একন সকলে আওয়ামীলীগ করে। আর মাদক সেবনের ছবিটি আমিও দেখেছি ওই ছবিটা টেম্পারিং করা। তার বিষয়ে তদন্তে কোন সত্যতা পাওয়া যায়নি। তারপরও যেহেতু ওই সময়ে আমরা দায়িত্বে ছিলাম না। বর্তমানে আমরা দায়িত্বে আছি যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তা হলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এদিকে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে চঞ্চল মোল্লাকে কেন্দ্র করে। ছাত্রলীগের কোন কোন নেতা তাকেই আবার পেতে চায়। এবং সে জন্য আজ প্রয়াত সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি দৌলতপুরে যাচ্ছেন সেখানে ছাত্রলীগের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হওয়ার  আভাসে চঞ্চলের পক্ষের মহলটি আগে-ভাগে সেখানে অবস্থান নিয়ে একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী সংগঠনে যুক্ত করলে দলের উপর কেন্দ্রীয়ভাবে চাপ আসতে পারে। দলের সাধারণ নেতা কর্মিদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। সে কারণে এসব বিষয়ে সঠিক সিন্ধান্ত গ্রহনের আশা করছেন আওয়ামীলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মিরা।  এ ব্যাপারে চঞ্চল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তাকে যুক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640