কুমারখালী প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার র্যালি, আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ তাদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বর্নাঢ্য র্যালী মুল শহর প্রদক্ষীন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয় এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিকেলে কুমারখালী বাসটার্মিনালে জাতীয় শ্রমিক লীগের কুমারখালী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল রহমান সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক খান, জাকারিয়া খান জেমস, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক জীবন হাসান সোহেল, যুগ্ম সম্পাদক ওয়াশিক আকরামসহ আওয়ামীলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply