কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে আর জড়িত থাকবেন না বলে দলের কাছে পদত্যাগপত্র জমা দেন আবদুল হামিদ ভদু। গত রোববার সকালে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণ উল্লেখ করেন। এর ঠিক এক দিন পর মঙ্গলবার দলীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগদান করেন তিনি। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাসদের দলীয় মশাল প্রতীকে চেয়ারম্যান নির্বাচন করছেন। এর আগে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন আবদুল হামিদ। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে গত শনিবার বিকেলে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। উপজেলার মালিহাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। এতে অভিমান করে পরদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন ও আওয়ামী লীগের রাজনীতিতে আর জড়িত থাকবেন না বলে ঘোষণা দেন আবদুল হামিদ। এর আগে তিনি দীর্ঘদিন জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ সালের দিকে জাসদ থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। পেয়েছিলেন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। গতকাল বিকেলে মালিহাদ ইউনিয়নের আবুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবদুল হামিদের জাসদে যোগদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জাসদ নেতা আবদুল মান্নানের সভাপতিত্বে সেখানে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। সভায় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী ফুলের মালা দিয়ে আবদুল হামিদকে বরণ করে নেন। আহম্মদ আলী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে। গেল ইউপি নির্বাচনে দলীয় (জাসদ) মনোনয়ন না পেয়ে চলে গিয়েছিল, এবার ফিরেছে। আগামী ১১ নভেম্বর ভোটে তিনি জাসদের মশাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
এ বিষয়ে আবদুল হামিদ মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জাসদে আবার ফিরেছি। মশাল প্রতীকে নির্বাচন করব। বিস্তারিত সাক্ষাতে বলব।’ মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জুবায়ের রিগান বলেন, আবদুল হামিদের পদত্যাগপত্র হাতে পেয়েছেন। এ বিষয়ে দলীয় সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply