1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 2:39 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

মানসিক হাসপাতালে রোগীর ৪ বেলা খাবারে বরাদ্দ ১২৫ টাকা

  • প্রকাশিত সময় Monday, October 11, 2021
  • 151 বার পড়া হয়েছে

হোটেলে একবেলা পেটপুরে খেতে ১০৬ টাকায় কিছুই হয় না। তবে পাবনা মানসিক হাসপাতালে ১০৬ টাকায় একেক জন রোগীকে চারবেলা খাবার দেওয়া হয়। সরকারি বরাদ্দ না বাড়ায় রোগীদের অল্প টাকায় মানসম্মত খাবার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
এটিই দেশে মানসিক চিকিৎসার সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান ‘পাবনা মানসিক হাসপাতাল’।
হাসপাতালের প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। সেসব আনুষ্ঠানিকতা সেরে ভেতরে ঢুকতেই একপাশে প্রশাসনিক বিভাগ অন্যপাশে পুরুষ ওয়ার্ড। পাশের ভবনে নারী ওয়ার্ড রয়েছে।
পুরুষ ওয়ার্ডে যারা চিকিৎসায় বেশ সুস্থতার দিকে তাদের এক ওয়ার্ডে রাখা হয়। সেখানে তারা বেশ দল বেঁধে বন্ধুর মতোই থাকেন। সকালের নাস্তা সেরে যাদের ইচ্ছা বিনোদনের জন্য নির্ধারিত অডিটোরিয়ামে যান।
হাসপাতালের এক সিনেমা অপারেটর জানান, রোগীদের মানসিক বিনোদনের ব্যবস্থা রয়েছে।
সেবাদানকারীরা জানান, দুপুর ১টায় তাদের জন্য ঘণ্টা বাজে। বড় ছয়টি পাত্রে মানসিক রোগীদের জন্য রান্না করেন বাবুর্চিরা। খাবার নিয়ে যেতেও অপেক্ষারত সুস্থ রোগীরা সহায়তা করেন। স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্যই মূলত তাদের দৈনন্দিন কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়। তারা খাবার ঘরে ঢোকেন বেশ শৃঙ্খলার সঙ্গে। খাওয়ার পর বেশিরভাগ রোগী তাদের প্লেটটিও সুন্দর করে পরিষ্কার করে রাখেন।
খাবারের বিষয়ে কথা হলে হাসপাতালের সেবা কাজের সঙ্গে নিয়োজিত কর্মচারীরা জানান, রোগীদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তারা একে অপরের খোঁজখবর নেন। ভালো-মন্দ দেখভাল করেন। খাবারের পর তারা বিশ্রাম নেন। রসিকতা ও খোসগল্পেও মেতে ওঠেন তারা।
হাসপাতালের প্রধান সহকারী আহসান হাবিব বলেন, মোট চারবেলা খাবার দেওয়া হয় রোগীদের। সকাল আটটায় রুটি, সুজি ও ডিম। দুপুরে মাছ/মাংস, ডাল, সবজি ও ভাত। রাতের খাবারটা সন্ধ্যার আগেই দেওয়া হয়। ঠিক দুপুরের মতো। রাত নয়টার দিকে আবার কলা ও বিস্কুট খেয়ে রোগীরা ঘুমাতে যান।
হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ আছাদুজ্জামান জানান, চিকিৎসক ছাড়াও এখানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদেরও খুবই প্রয়োজন। রোগীদের গোসল, খাওয়া দাওয়া, পায়খানা প্রসাব পরিষ্কার করার কাজে পর্যাপ্ত কর্মচারী-সুইপার নেই।
ডা. আবুল বাশার জানান, পাবনা মানসিক হাসপাতালে জনপ্রতি রোগীর খাদ্য বাবদ দৈনিক বরাদ্দ ১২৫ টাকা। এই টাকার ১৫ শতাংশ ভ্যাট দিয়ে দাঁড়ায় ১০৬ টাকা ২৫ পয়সায়। তার মধ্যে রয়েছে ঠিকাদারের লাভ ইত্যাদি। এসব ব্যয় বাদে যে টাকা থাকে তা দিয়ে রোগীদের তিন বেলা খাবার এবং বিকেলে নাস্তা দেওয়া হয়।
তিনি জানান, স্বল্প বাজেটের মধ্যেও রোগীদের যতদূর সম্ভব ভালো খাবার দেওয়া হয়। খাবার পরিবেশনও স্বাস্থ্যসম্মতভাবে করা হয়। তবে বাজারদর অনুযায়ী এ অল্প টাকায় মানসিক রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া অনেক কঠিন বলে তিনি স্বীকার করেন।

রাজশাহী মেডিকেল আরও ৫ জনের মৃত্যু
এনএনবি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৩২ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১০৪ জন।
রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন তিনজন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে সেখানে কেই করোনা শনাক্ত হননি। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640