কুমারখালী প্রতিনিধি ॥ ঘড়ির কাটায় সকাল ১১ টা বেজে ৩৫ মিনিটি। তখনও আসেননি ডাক্তার সাহেব। ডাক্তারের অপেক্ষা করতে করতে ওয়েটিং রুমে ঘুমিয়ে পড়েছেন এক রোগী। এমন ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গত রোববার ঘটেছে। রোববার সকাল ১১ টা ৩৫ মিনিটে পান্টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গিয়ে দেখা যায়, ডাক্তারের সাহেবের কক্ষে তালা ঝুলানো রয়েছে। কয়েকজন রোগী বসে ও দাঁড়িয়ে আছেন। ডাক্তারের অপেক্ষা করতে করতে একজন রোগী বেঞ্চে ঘুমিয়ে পড়েছেন। কয়েকজন ঔষুধ কোম্পানির লোকজনও অপেক্ষায় আছেন ডাক্তারের। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে পতাকা উত্তোলন করা হয়নি। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শুয়ে থাকা ওই রোগী বলেন, ‘ তিন কিলোমিটার দুরের রামদিয়া থেকে সকালে এসেছি। ডাক্তারের ৯ টার আসার কথা। কিন্তু এখনও আসেনি। বসে থাকতে থাকতে কখন শুয়ে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ‘ নাম প্রকাশ না করা শর্তে আরেকজন রোগী বলেন, ‘ ডাক্তার সময়মত আসেননা। রোগীরা আসে আসে বসে থাকে। অনেকে আবার বিরক্ত হয়ে চলে যান।’ এবিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিদর্শীতার সাথে কথা হয়। নাম প্রকাশে অনুচ্ছুক তিনি বলেন,’ স্যার চলে আসবে। প্রতিদিনই সাড়ে ১০ টা থেকে ১১ টায় আসেন। আজ একটু দেরি হচ্ছে। চলে আসবেন।’ জানা গেছে, পান্টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁয়িত্বে আছেন ডা. মো. সরোয়ার হোসেন। তিনি সেখানে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি থাকেন কুমারখালী শহরে। প্রতিদিন শহর থেকে কমপ্লেক্সে যাওয়া আসা করেন। প্রতিদিন সকাল ৯ টায় কমপ্লেক্সে উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি যান নির্ধারিত সময়ের অনেক পরে। সোমবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় সরেজমিন দেখা যায়, আজও ডাক্তারের কক্ষে তালা ঝুলছে। অপেক্ষায় বসে আছেন রোগীরা। এবিষয়ে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. সরোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘ প্রতিদিনই অফিস যায়। কিন্তু নদী পারাপারের জন্য একটু দেরী হয়। তবে ১০ টার মধ্যে অফিসে পৌছায়। ‘ তিনি আরো বলেন, ‘ প্রতিদিনই জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম জানা নেই। তবে বিশেষ বিশেষ দিনে পতাকা তোলা হয়।’ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুত্তালেব বলেন, ‘ এমন বিষয় জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখা হবে। ‘
Leave a Reply