কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিকসহ বেশকিছু দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সোমবার সকাল ১১ টা পরিদর্শন কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। পরিদর্শনকালে উপজেলার ইউএনও অফিস,ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে উপজেলার সদকী ইউনিয়ন পরিষদ ও অত্র ইউনিয়নের মুসনাদ নামের একজন সফল উদ্যোক্তার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার ভূমি তামান্না তাসনীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সহ আরো অনেকেই।
Leave a Reply