কাগজ প্রতিবেদক ॥ চৌড়হাস কালি মন্দির, উত্তর লাহিনী ধোপাপাড়া, আড়–য়াপাড়া আইকা সংঘ, ষ্টেশন রোডে হরিজন চৈতন্য পল্লীসহ শহরের অন্তত ৩০টি মন্দিরে ৬ষ্ঠী পুজার উদ্ধোধনীর মধ্যদিয়ে দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সুচনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
দিনের সুচনাতে দুপুর ১২টায় মাহবুবউল আলম হানিফ এমপির অনুজ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বাড়াদী জিউর মন্দির ও চৌড়হাস কালী মন্দিরে শারদীয় উপহার বস্ত্র বিতরণ করেন। দুপুর ১টায় উত্তর লাহিনী ধোপাপাড়ায় প্রদিপ জ¦ালিয়ে ফিতা কেটে মন্দিরে দুর্গা প্রতিমার মুখ উন্মোচন করেন। এর পর সন্ধায় আমলাপাড়া,বাবর আলী গেটে মন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরে তিনি ফিতা কেটে, মোমবাতি জ¦ালিয়ে ৬ষ্ঠী পুজার উন্মোচনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের উদ্ধোধন করেন। এর পর রাত সাড়ে ৮টায় আড়–য়াড়া আইকা সংঘ মন্দিরে আতাউর রহমান আতা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে রাখেন। সেখান থেকে রাত সাড়ে ৯টায় ষ্টেশন রোডে চৈতন্য পল্লীতে শারদীয় উপহার বিতরণ, দুর্গোৎসবের উদ্ধোধনে যোগ দেন। বাংলাদেশ হিন্ধু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি তরুণ আইনজীবি ব্যারিষ্টার গৌরব চাকীর সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের ভোটাধিকার থেকে সকল অধিকার পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করেছে। পুর্বে যারা শারদীয় দুর্গোৎসবসহ নানা ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতে পারতেন না। আজ ধর্মীয় উৎসব পালন থেকে শুরু করে হরিজন, দাস, হিজড়া সম্প্রদায়েরও ভোটাধিকার থেকে সকল অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ সময় তিনি চৈতন্য পল্লীতে উপস্থাপিত দুর্গোৎসবের উপমা মাতৃভক্তি উপর ৮জন শিশুর আগুণ, পানি ও ফুলের মালা দিয়ে ৮ জন মাকে ভক্তি প্রদান দেখে আবেগ আপ্লত হয়ে বলেন, আমি অনেক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছি। কিন্তু আজ এসব শিশুদের মাতৃভক্তি দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। মাত্র ৫ বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের মর্যাদা আমি বুঝি। শিশুদের শৈশব-কৈশর থেকে পিতা-মাতার প্রতি ভক্তি শেখানো উচিত। তিনি কুষ্টিয়ায় সম্প্রতি দুর্গা মন্দিরে হামলা, ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি উন্নত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একটি কুচক্রি গোষ্ঠী দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙ্গন সৃষ্টি করতে চায়। কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। এ জন্য গোয়েন্দা সংস্থা কাজ করছে নিবিড় ভাবে। এ সময় তিনি হরিজন পল্লীতে স্কুলের জন্য নগদ ১ লাখ টাকা, একটি ডিপ টিউবওয়েল স্থাপন, নগদ অর্থ, পল্লীর প্রতিটি ঘরে একটি করে শাড়ী উপহার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডঃ শেখ হাসান মেহেদী, ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগো প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল, ছালামত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, শহর আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ গৌতম চাকী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুন্না, আইকা সংঘ মন্দিরের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা হাসিব কোরাইশী, সর্দ্দার পাভেল প্রমুখ। এর পর দেশওয়ালীপাড়া পর পর তিনটি মন্দিরে ফিতা কেটে ও মোমবাতি জ¦ালিয়ে পুজার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার উত্তর লাহিনী ধোপাপাড়া সাব্বজনীন পূজা মন্দিরে শারদীয় দূর্গোৎসবের শুভ উদ্বোধনীতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন ধর্ম যার যার উৎসব সবার। এখানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। এ সময় উপস্থিত ছিলেন মূজা মন্দিরের সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী,আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ প্রমুখ।
Leave a Reply