কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ হিন্ধু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণ, কুষ্টিয়া ২শ ৫০ শয্যার হাসপাতালে আধুনিক অ্যাম্বুলেন্স প্রদানসহ বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহন করতে ৪ দিনের সফরে আজ কুষ্টিয়া আসছেন কুষ্টিয়ার উন্নয়নের রুপকার ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
তাঁর একান্ত সহকারী তারিকউল ইসলাম নিশ্চিত করে জানিয়েছেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি মঙ্গলবার দুপুর ১২টায় তাঁর কুষ্টিয়া পিটিআই রোডস্থ বাসভবনে এসে পৌছাবেন। এর পর তিনি দুপুর সাড়ে ১২টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে হিন্ধু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের উপহার বস্ত্র প্রদান করবেন উপস্থিত নারী-পুুরুষের মাঝে। এর পর বিকেল ৩টায় কুষ্টিয়া ২শ ৫০ শয্যার হাসপাতালে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করবেন। এর পর ১৩ অক্টোবর দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত সংসদ সদস্য আফাজ উদ্দিনের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ১৪ অক্টোবর সকাল ১০টায় কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নব-গঠিত পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
Leave a Reply