1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 1:53 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

পরমাণু শক্তি শান্তির জন্য ব্যবহার করবো: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত সময় Sunday, October 10, 2021
  • 138 বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা পারমাণবিক বিশ্বে নিজেদের দেশের নাম লেখাতে পেরেছি। অবশ্য আমরা শান্তিপূর্ণ উপায়ে এই পারমাণবিক শক্তির ব্যবহার করব।
রোববার গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে রিয়েক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তান আমলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হলেও পাকিস্তান সরকার তা করেনি। সব টাকা তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সবকিছু থেমে যায়। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। উন্নত বাংলাদেশ গঠন করাই ছিল বঙ্গবন্ধু মূল লক্ষ্য। রাশিয়া সফরকালে রাশিয়ার রাষ্ট্রপতি ভøাদিমির পুতিনের সঙ্গে আলাপ-আলোচনা হয়। তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। নিরাপত্তায় দূষিত বজ্র ব্যবস্থাপনা সব কাজ রাশিয়ায় করবে এই চুক্তি হয়েছে। কেউ কেউ বুঝে, না বুঝে নিরাপত্তার প্রসঙ্গে অনেক কথা বলে ফেলে এবং লিখে ফেলে। ভবিষ্যতে এই বিদ্যুৎকেন্দ্র কাজ করার জন্য মানুষকে প্রশিক্ষণ এবং ট্রেনিং দিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যেই আমরা বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহ লাইন নির্মাণ কাজ শুরু করেছি। ২০২৩ সালের মধ্যে সরবরাহ লাইন নির্মাণ কাজ শেষ হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিএনপির শাসনামলে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়নি। তারা বিদ্যুৎ খাতের উন্নয়নের কথা বলে লুটপাট ও দুর্নীতি করেছে।
নির্মাতা প্রতিষ্ঠান রুশ পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক এলেক্সি লিখাচেভ জানিয়েছেন, বিজ্ঞান নিয়ে বহু বছর ধরে রাশিয়া যে উৎকর্ষতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাই রূপপুরে কাজে লাগানো হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন ব্যবস্থাপনা নেয়ার মধ্য দিয়ে রূপপুর প্রকল্পকে পুরোপুরি নিরাপদ করা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দ এবং গর্বের। রিয়েক্টর প্রেসার ভেসেল চূড়ান্তভাবে স্থাপনের জন্য কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সারা বিশ্বের পারমাণবিক প্রকল্পের নিয়ন্ত্রণকারি আন্তর্জাতিক সংস্থা-ইন্টারন্যাশনাল এ্যাটমিক এ্যানার্জি এ্যাসোসিয়েশনের (আইএইএ) গাইড লাইন অনুযায়ি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। রূপপুর প্রকল্পে আইএইএ এর কড়া নজরদারি রয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়ণ করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হয়। তবে ১৯৬১ সালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এই প্রক্রিয়া আর অগ্রসর হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপপুরে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর এই প্রক্রিয়া থেমে যায়। ১৯৯৬ সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপনের উদ্যোগ নেন। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এই প্রক্রিয়া আবারও হোঁচট খায়। অবশেষে ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর আবার এই প্রক্রিয়া শুরু হয়-যার এখন পর্যন্ত অগ্রগতি রিয়াক্টর প্রেসার ভেসেল স্থাপন কাজের উদ্বোধন। আগামী দু’বছরের মধ্যে প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি। দক্ষিণাঞ্চলে শক্ত মাটির জায়গা পাওয়া খুবই কঠিন। তারপরও বিভিন্ন দ্বীপসহ ওই অঞ্চলে জরিপ করছি। আরেকটা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবো, যেখানে ভালো জায়গা পাই। আমার ইচ্ছা, পদ্মার ওপারেও করবো। আশা করি, এ ব্যাপারে কোনও অসুবিধা হবে না।’ তিনি বলেন, ‘সেখানে যদি আমরা আরেকটা পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারি তাহলে বিদ্যুতের জন্য আর কোনও অসুবিধা হবে না। তারপরও আমরা বহুমুখী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে যাচ্ছি এ জন্য যে, বিদ্যুৎ সুবিধা যেন মানুষ পায় এবং অব্যাহত থাকে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়তে চাই। এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কিন্তু এখানে থেমে গেলে চলবে না। ৪১ সালে উন্নত বাংলাদেশ গড়বো। ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে। নিশ্চয় নতুন প্রজন্ম একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ দেশ হিসাবে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে।’
তিনি বলেন, ‘আমরা ২১০০ সাল পর্যন্ত ডেলটা প্ল্যানও করে দিয়েছি। যাতে এই দেশকে আর কোনোদিন পিছিয়ে পড়তে না হয়। আর যেন কোনও শকুনির থাবা না পড়ে বাংলাদেশের ওপর। উন্নতি ও অগ্রগতি অপ্রতিরোধ্য গতিতে যাতে এগিয়ে যায় সেটাই আমরা চায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640