ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় মোট পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যাওয়া ট্রলারটির আরও কয়েক যাত্রী এখনও নিখোঁজ বলে স্থানীয়রা জানিয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনুসন্ধান চালাচ্ছে। দুর্ঘটনার পর পরই তিন জনের লাশ উদ্ধার করা হয়।
নৌপুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার ফরিদুল ইসলাম বিকালে আরও দুটি লাশ উদ্ধারের খবর দেন।
তিনি বলেন, “আরও দুইজনের লাশ পাওয়া গেছে। সম্ভবত আরও ৪/৫জন নিখোঁজ আছে।”
এর আগে দুপুরে তিনটি লাশ উদ্ধারের খবর দিয়েছিলেন তিনি।
এদের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব এক নারী এবং ৫ থেকে ৭ বছর বয়সের দুটি শিশু।
ওই নারীর নাম শিউলী বেগম এবং দুই শিশুর মধ্যে একজনের নাম ইমরান, অন্যজনের নাম আরমান বলে প্রথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানান ফরিদুল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এর আগে বলেছিলেন, সকাল সাড়ে ৬টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর যায়। তারপরই নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে ডুবুরিরা।
নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ জানান, বালুবাহী একটি খালি ট্রলারটিতে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়।
ট্রলারে থাকা ১০ জনকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি সকালে বলেছিলেন, এখনও সাত-আটজন নিখোঁজ রয়েছেন।
Leave a Reply