কাগজ প্রতিবেদক ॥ বাঙ্গালীর চেতনায় বঙ্গবন্ধুর আদর্শ, নীতি মিশে একাকার হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব লাভ হয়েছে বঙ্গবন্ধুর রক্ত সংগ্রামের বিনিময়ে। তাঁর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। গতকাল উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় অংশগ্রহন শেষে টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এসব কথা বলেন। তিনি বলেন,আজ যে টুঙ্গিপাড়া আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর শৈশব-কৈশরকালে এমন ছিল না। এই নির্ভৃত পল্লী গ্রাম থেকে সেই ছোট্র বঙ্গবন্ধু একদিন বাঙ্গালী জাতির মুক্তির জন্য নিজের জীবন-সংসার বিলিয়ে দেবেন এ কথা কখনও কেউ ভাবেনি। তিনি আরও বলেন, ৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ঘাতকেরা চেয়েছিল বঙ্গবন্ধুকে বাঙ্গালী জাতির রক্ত থেকে মুছে ফেলতে। কিন্তু তাঁর উত্তোরসুরী জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে আজ বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নিয়ে গেছেন। আজ সর্বত্রই উন্নয়নের জোয়ার বইছে। আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, জাইকার কো অর্ডিনেটরসহ কুষ্টিয়ার ৬টিসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply