ঢাকা অফিস ॥ আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে শতাধিক মুসল্লি নিহত হয়েছেন। নিহতরা সবাই শিয়া সম্প্রদায়ের। শুক্রবার জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় মসজিদটিতে কয়েক শ’ মুসল্লি নামাজ আদায় করছিলেন। এতে আরও বহু লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান নেতৃত্ব। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সও-হতাহতের খবর নিশ্চিত করেছে। খবর আনন্দবাজার ও ডন অনলাইনের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ হামলার দায় কোন জঙ্গী সংগঠন স্বীকার করেনি। গত আগস্ট মাসে মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। কুন্দুজের শিয়া সম্প্রদায় মনে করছে-এ হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা থাকতে পারে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘কুন্দুজের শিয়া সম্প্রদায়ের মসজিদ হামলার নিশানা করা হয়েছে। বিস্ফোরণে বহু মানুষের প্রাণ হারানোর খবর পাচ্ছি। তালেবানের বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জুমা নামাজের সময় মসজিদে বিস্ফোরণ ঘটে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তুপে পরিণত হওয়া মসজিদের মেঝেতে অনেকের রক্তাক্ত লাশ পড়ে আছে। বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি। কুন্দুজের স্থানীয় ব্যবসায়ী জলমাই অলোকজাই বিস্ফোরণের পর হাসপাতালে গিয়েছিলেন আহতদের রক্ত দেয়ার জন্য। তিনি সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি বলেন, রক্তের অভাবে ধুকছে আহতরা। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও বহু মুসল্লি মারা যেতে পারেন।
চলতি বছরের ২০ এপ্রিল আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘোষণার পর থেকেই নতুন উদ্যমে আফগানিস্তান দখলের চেষ্টা শুরু ইসলামী গোষ্ঠী তালেবান। গোষ্ঠীটির অবিশ্বাস্য সামরিক সাফল্যের জন্য আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বই অবাক হয়। কোথাও কোথাও লড়াই ছাড়াই তালেবানের কাছে পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করে আফগান বাহিনী। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর থেকে আফগানিস্তানে প্রায়ই সহিংস ঘটনা ঘটছে। বিশেষ করে সংখ্যালঘু লোকদের টার্গেট করা হচ্ছে। হাজারা সম্প্রদায়ের কমপক্ষে ১৩ সদস্যকে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। ক্ষমতা দখলে নেয়ার অল্পসময় পরই দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ দেইকু-িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সম্প্রতি প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ৩০ আগস্ট আফগানিস্তানের খিদর জেলায় প্রবেশ করে ৩০০ তালেবান। এ সময় তারা আফগান নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) কমপক্ষে ১১ জন সদস্যকে হত্যা করে। এদের ৯ জন নিহত হওয়ার আগে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু আত্মসমর্পণের পরও তাদের পার্শ্ববর্তী একটি নদীর তীরে নিয়ে হত্যা করা হয়।
Leave a Reply