আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় পাহাড়পুর বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এডভাইজার কিওহেই ইয়ামামোত মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কামার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) কনসালটেন্ট মিজানুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ^াস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ-আল-আসাদের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, তাসলিমা আক্তার, জুবাইদা পারভীন, জাকিরুল ইসলাম, শিরিনা খাতুন, টুটুল আহমেদ, নাজমুল হোসেন, সোহানুর রহমান প্রমুখ। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এডভাইজার কিওহেই ইয়ামামোত মামুন উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধাবিনোদ পালের বস্তুভিটা, বিচারপতি ড. রাধাবিনোদ পাল মডেল স্কুল ও আমলাসদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময়ে তিনি কাকিলাদহস্থ বিচারপতি ড. রাধাবিনোদ পালের বাস্তুভিটায় জাপানের সহযোগিতায় হাসপাতাল ও কৃষি ইনিউষ্টিটিউট নির্মাণের ব্যাপারে উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে তিনি জানান।
Leave a Reply