ঢাকা অফিস ॥ ‘সাত সমুদ্র তেরো নদী পাড়ি’ প্রবাদের মতোই ‘স্বপ্নের দেশ’ আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে বাংলাদেশীদের ১১ দেশ পাড়ি দেওয়াচ্ছে একটি শক্তিশালী মানব পাচারকারী চক্র। ভয়ঙ্কর বিপদসঙ্কুল মানব পাচারের এই যাত্রাপথে রয়েছে পদে পদে মৃত্যুর হাতছানি। প্রতি মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ভয়াবহ আতঙ্ক। এগারো দেশের জলাশয়, বন ও পাহাড়ি এলাকা পেরিয়ে অনেকেরই স্বপ্নের দেশ আমেরিকায় পৌঁছানোর সুযোগ হয় না। ধরা পড়লে অন্ধকার নির্জন কারাপ্রকোষ্ঠে, না হয় মারা পড়লে লাশটিও পড়ে থাকে বিপদসঙ্কুল পথে। ভাগ্য পরিবর্তনের বদলে অনেকের কপালে জুটেছে দুর্ভাগ্যজনক নির্মম মৃত্যু, জেলের নিষ্ঠুর বন্দীজীবন, চরম আর্থিক লোকসান। আমেরিকায় পৌঁছে দেয়ার কথা বলে একেকজনের কাছ থেকে ৬০ লাখ থেকে ৬৫ লাখ টাকা হাতিয়ে নেয় দুর্র্ধষ প্রকৃতির মানব পাচারকারী চক্রটি। গত ১০ বছরে আমেরিকায় যাওয়ার এই ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে গিয়ে মারা পড়েছেন সহস্রাধিক বাংলাদেশী। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের মেক্সিকো থেকে পাচারে জড়িত থাকার দায়ে মোক্তার হোসেন নামের এক বাংলাদেশীকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক বাংলাদেশীর সাজা হওয়ার ঘটনাটির বিষয়ে তদন্তে নেমেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেক্সিকো থেকে বহিরাগতদের যুক্তরাষ্ট্রে পাচারে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের আদালত মোক্তার হোসেন নামের এক বাংলাদেশীকে ৪৬ মাসের কারাদণ্ড দেয়ার সঙ্গে কারাবাস শেষে পরবর্তী ৩ বছর তাকে পর্যবেক্ষণের আওতায় রাখার আদেশ দেয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, মোক্তার হোসেন এক সময় মেক্সিকোর মন্টেরিতে থাকতেন। এ মামলার বিচার চলাকালে তিনি স্বীকার করে নেন যে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮-এর আগস্ট পর্যন্ত সময়ে অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে পাচার করার পরিকল্পনায় জড়িত ছিলেন এবং তাদের তিনি যুক্তরাষ্ট্রে নিয়েছেন। এ কাজের জন্য মন্টেরিতে তিনি একটি হোটেলের ব্যবস্থা রেখেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্রগামী অভিবাসনপ্রত্যাশীরা আশ্রয় নিতেন। এসব বহিরাগতকে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দেয়ার জন্য হোসেন গাড়িচালকদেরকে অর্থ দিতেন এবং কীভাবে রিও গ্র্যান্ডে নদী পার হতে হবে, সে বিষয়ে বহিরাগতদের পরামর্শ দিতেন। ৩১ বছর বয়সী মোক্তার ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন। গত বছর আগস্টে তিনি আদালতে দোষ স্বীকার করে নেন। গত ৭ জানুয়ারি তার সাজার রায় আসে। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এ্যাটর্নির কার্যালয়ের সহায়তায় এই মামলার বিচার কাজ পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের হিউম্যান রাইটস এ্যান্ড স্পেশাল প্রসিকিউশন্স সেকশনের ট্রায়াল এ্যাটর্নি জেমস হেপবার্ন ও এরিন কক্স। ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী এ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নসকে উদ্ধৃত করে
(১ম পাতার পর) দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি মুনাফার জন্য কাজ করতেন এবং যেসব বাংলাদেশী নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইত, তাদেরকে শিকার বানাতেন। এই দ-াদেশ এ ধরনের আন্তঃসীমান্ত অপরাধে জড়িতদের জন্য একটি সুস্পষ্ট বার্তা হিসেবে কাজ করবে, যারা আর্থিক লাভের জন্য আমাদের সীমান্তের নিরাপত্তাকে উপেক্ষা করে অবৈধভাবে বিদেশীদের যুক্তরাষ্ট্রে ঠেলে দেয়। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি রায়ান কে প্যাট্রিককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা পরস্পর সম্পৃক্ত।
Leave a Reply