কাগজ প্রতিবেদক ॥ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ২ বছর হলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চান দাদা ৯০ বছর বয়সী আব্দুল গফুরসহ পরিবারের সদস্যরা। আর আবরারের ব্যবহৃত জামা-কাপড় বইপত্র হাতড়ে প্রিয় সন্তানকে খুঁজে ফেরেন মা রোকেয়া খাতুন। বুয়েটের মেধাবী ছাত্র আবরার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের বরকত উল্লাহ ও রোকেয়া দম্পতির বড় সন্তান। ২ বছর আগে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুটি বছর পেরিয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। আবরারের সব থেকে প্রিয় মানুষ তার দাদা আব্দুল গফুর বিশ্বাস নাতি হত্যার বিচারের প্রতীক্ষায় এখনো প্রহর গুনছেন। দ্রুত নাতি হত্যার বিচার দেখে যেতে চান তিনি। দাদা আব্দুল গফুর বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ সবাই বলেছেন আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হবে, কিন্তু দীর্ঘ দুই বছর হয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। আমার বয়স ৯০ বছর, মৃত্যুর আগে আমি আমার নাতি আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখে যেতে চাই। দাদা আব্দুল গফুর বলেন, আমার প্রিয় নাতির জন্য মন কাঁদে। তাকে হারিয়েছি দুই বছর হলো। এখনো বিচার শেষ হয়নি। তখন সবাই বলেছিল দ্রুত বিচার কাজ শেষ হবে। তবে নানা কারণে তা হয়নি। এখন বিচার দ্রুত শেষ করে খুনিদের ফাঁসির রায় কার্যকর দেখতে চাই। মরার আগে অন্তত নাতি হত্যার বিচার দেখে যেতে চাই। এদিকে আবরার ফাহাদের সব হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তার মা রোকেয়া খাতুন। কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় আবরারের জামা-কাপড়, বইপত্র, ব্যবহৃত জিনিসপত্রে প্রিয় ছেলেকে খোঁজেন তিনি। বুধবার দুপরে আবরারের কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় গেলে গেট খুলে বেরিয়ে আসেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ ও তার মা রোকেয়া খাতুন। বাড়িতে ঢুকতেই আবরার ফাহাদের রুম। সেই কক্ষের শোকেসে সাজিয়ে রাখা হয়েছে আবরারের অর্জনকৃত বিভিন্ন ক্রেস্ট, সার্টিফিকেট, বইপত্র, জামা, তসবিহ, টুপিসহ তার ব্যবহৃত সব জিনিসপত্র। ওই সব দেখিয়ে অঝোরে কাঁদতে থাকেন রোকেয়া খাতুন। চোখের পানি মুছতে মুছতে বলেন, সবাই দেখেছে আমার ছেলে আবরারকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে তিনি দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দুই বছর অতিবাহিত হলেও আমার ছেলের হত্যাকারীরা এখনো জীবিত রয়েছে। অতিদ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকরের দাবি জানান তিনি। করোনাভাইরাসের কারণে বিচার কাজ বিঘ্ন ঘটেছে দাবি করে আবরারের ছোটভাই আবরার ফাইয়াজ বলেন, ১৩৫ দিনে মামলার কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে বিলম্বিত হলেও আশা করছি এ মামলায় খুনিদের সবার ফাঁসির আদেশ হবে। তিনি বলেন, আমরা হুমকির মধ্যে আছি। মামলার শুরু থেকেই নানামুখী চাপে মামলার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। চক্রটি এখন আপসের কথা বলছে কিন্তু আমার ভাইয়ের খুনিদের বাঁচাতে কোনো চাপের কাছে আমরা মাথানত করব না। ফাইয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন আসামি এহতেশামুল রাব্বি তামিম, মোর্শদুজ্জামান মণ্ডল জিসান ও মুজতবা রাফিদ এখনো পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে পারেনি। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আবরার ফাহাদ হত্যার দুই বছরে তার পরিবারের এখন একটাই দাবি- অতিদ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকর করা হোক। অভিযোগপত্রে বলা হয়, পরস্পর যোগসাজশে শিবির সন্দেহে আবরারকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনসহ মোট ২২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন ৩ জন। তাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে এবং ২১টি আলামত ও ৮টি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে। এজাহারে থাকা আসামিরা হলেন ঃ মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুল ইসলাম, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, মোর্শেদুজ্জামান জিসান ও এহতেশামুল রাব্বি তানিম। এজাহার বহির্ভূত ৬ আসামি হলেন ঃ ইশতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, এসএম মাহমুদ সেতু ও মোস্তবা রাফিদ। পলাতক তিন আসামি হলেন ঃ মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এদের মধ্যে প্রথম দুই জন এজাহারভুক্ত আসামি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে গত ১৪ মার্চ আত্মপক্ষ সমর্থনে ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। গত ৭ সেপ্টেম্বর মামলার চার্জে কিছু ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় চার্জগঠনের আবেদন করেন। পরদিন আদালত ২৫ আসামির বিরুদ্ধে পুনরায় চার্জগঠন করে ১৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন আত্মপক্ষ সমর্থন শেষে দুই কার্যদিবস রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর বিচারকের অসুস্থতার কারণে শুনানি এক মাস পিছিয়ে যায়। ২০ অক্টোবর থেকে বিচারকাজ শুরুর কথা রয়েছে। আবরার ফাহাদ ১৩ মে ১৯৯৮ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে কুষ্টিয়া মিশন স্কুল ও জেলা স্কুলে লেখাপড়া শেষ করে ২০১৮ সালে ৩১ মার্চ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। এদিকে আবরারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়ির মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এছাড়া আজ বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাড়িতে বেড়াতে এসে সকালে রওনা দেন। সন্ধ্যার দিকে তিনি হলে পৌঁছান। এরপর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের একটি কক্ষে একদল বিপথগামী ছাত্র ৬ ঘণ্টা ধরে নির্মম নির্যাতন করে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে। পরদিন ৭ অক্টোবর সকালে তার লাশ উদ্ধার হলে প্রতিবাদে সারা দেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
Leave a Reply