কাগজ প্রতিবেদক ॥ স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক (উপ-সচিব) মৃণাল কান্তি দে বলেছেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া চিনিকল স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। কুষ্টিয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ খোলার আয়োজন করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক পিপি এ্যাড. অনুপ কুমার নন্দি, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি করেন মকবুল হোসেন লাবলু। ফুটবল খেলায় ব্রাদার্স ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না থাকায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ব্রাদার্স ক্লাব চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় ক্রিসেন্ট ক্লাব।
Leave a Reply