বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। শুধু তা-ই নয়, অন্য কাউকেও নির্বাচনে যোগদানের সুযোগ দেওয়া হবে না। অতীতে, বিশেষ করে বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, তা আর করবে না।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার ‘রাজনৈতিক সংকট উত্তরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের জন্মদিন উপলক্ষে এর আয়োজন করা হয়।
মেজর (অব.) হাফিজের কথায়, ‘এবার অন্য ধরনের বিএনপি দেখতে পাবেন। ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না। এবারের নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। এই সরকারকে নামানোর জন্য প্রত্যেককে রাজপথে নামতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির না। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব পেশাজীবীকে একত্রিত করতে হবে। বিএনপি অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলনে হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যানের মন্তব্য, ‘স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেসব রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম জানিয়েছেন, তাঁর দল ২০ দলীয় জোটে থাকবে। তার আশা, জোট আরও শক্তিশালী হবে। তবে বিএনপিকে জোট ধরে রাখার জন্য যতœ ও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার
পদত্যাগ চাইতে হবে: গয়েশ্বর
এনএনবি : দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে যে শাসন চলছে, এটা আইনের শাসন নয়; শেখ হাসিনার শাসন। এই শাসন রুখে দিতে সব শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার পদত্যাগ চাইতে হবে।’
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে জিয়ামঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘মানুষের জীবনের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর যারা অন্যায় করেছেন তারা ফাঁকফোকড় দিয়ে বের হয়ে যাবে—এমন যেন না হয়। এটাই জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার হলে আমরা কী করবো তার একটা কমিটমেন্ট হওয়া দরকার। যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কী করবেন? মুদ্রাপাচার, দুর্নীতি এগুলো ঘরে ঘরে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সাংবাদিক সাগর-রুনিসহ যারা হত্যার শিকার হয়েছেন, গুম হয়েছেন—সবকিছুর বিচার হবে। পাচার হওয়া মুদ্রা দেশে ফিরিয়ে আনা হবে এবং দুর্নীতিরাজদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।
Leave a Reply