আগামী ৯ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়াসহ সদস্যগণ সভায় যোগ দেন। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহ আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। সশরীর ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। এছাড়া ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে। ৯ অক্টোবর সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে হল সমূহ খুলে দেওয়া হবে। অন্তÍত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply