1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:01 pm

কুমারখালী খেয়াঘাটে উপচে পড়া ভিড়, পারাপারে জনদুর্ভোগ

  • প্রকাশিত সময় Sunday, October 3, 2021
  • 139 বার পড়া হয়েছে

কুমারখালী  প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে করোনার টিকাগ্রহিতার সংখ্যা। প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে উপচে পড়া ভিড় ও লম্বা লাইন। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে তীব্র আগ্রহের সাথে টিকা নিচ্ছেন গ্রহিতারা। যেন টিকায় জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে। অপরদিকে টিকায় আগ্রহ বাড়ায় গড়াই নদী সংলগ্ন উপজেলার যদুবয়রা খেয়াঘাটে গ্রহিতাদের চাপ পড়ছে। দীর্ঘ যানযট আর ভোগান্তির শিকার হয়ে পারাপার হচ্ছে টিকাগ্রহিতা, চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থীরাসহ সকল শ্রেণি পেশার মানুষ। রোববার সকাল সাড়ে ১০ টায় সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে টিকা গ্রহিতারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। কেউ বৃষ্টিতে ভিজে টিকা নিচ্ছে। আবার কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আনসার ও পুলিশ সদস্যরা। তবে ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি। দুপুর ১২ টায় যদুবয়রা খেয়াঘাটে গিয়ে দেখা যায়, দীর্ঘ যানযট। চলাচলের একমাত্র রাস্তাটি আটকে যত্রতত্র মোটরসাইকেল, ভ্যান, সাইকেল, সেলোইঞ্জিনচালিত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চালক। এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে টিকাগ্রহিতাসহ সাধারণ জনগণ। অনেকে আবার ২০ মিনিটের নৌকা পারাপারের জন্য সিরিয়ালের অপেক্ষায় আছে দুই থেকে তিন ঘণ্টা। উডজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সুত্রে জানা গেছে,  এপর্যন্ত উপজেলায় টিকার জন্য এক লক্ষ ৪০ হাজার আবেদন পড়েছে। তন্মধ্যে প্রায় ৮৬ হাজার জনকে প্রথম ও ৩৪ হাজার ২২২ জনকে দ্বিতীয় ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে। যা উপজেলার ভোটার সংখ্যার ৩৫ ভাগ। জানা গেছে, পদ্মা ও গড়াই নদী দ্বারা তৃ- বিভক্ত কুমারখালী। পদ্মা ও গড়াই মাঝে উপজেলার প্রধান শহর। আর গড়াই নদীর ওপারে (দক্ষিণাঞ্চল) পাঁচ ইউনিয়ের মানুষের বাসিন্দা। তাঁদের চলাচলের একমাত্রা পথ এটি। গড়াই নদীতে পারাপারে ২৪ ঘণ্টা দুটি নৌকা চলে। প্রয়োজনে তিনটা নৌকাও চালায় কর্তৃপক্ষ। যদুবয়রা খেয়াঘাটে কথা হয় খাদিজা খাতুন প্রিয়াংকার সাথে। তিনি পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গৃহিনী। তিনি বলেন, ‘ খেয়া পারাপারে চরম ভোগান্তি হচ্ছে। তিনটা নৌকা ফেল করে দেড় ঘণ্টা অপেক্ষা করে পার হয়েছি। মাছ বিক্রেতা কাদের মন্ডল বলেন, ‘ ভ্যানে ড্রাম ভরা মাছ। দুইঘণ্টা জামে আছি। এখনও নৌকায় উঠতে পারিনি। ‘ নাম প্রকাশে একাধিক ব্যক্তি বলেন, ‘ ঘাটে টিকা গ্রহিতাদের ভিড়। প্রায় প্রতিদিনই পারাপারে ভোগান্তি হচ্ছে। অনেকে মালামাল নিয়ে নদীতেও পরে যায়। খুব ঠেলাঠেলি করে পারাপার হচ্ছে মানুষ।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ মো. আকুল উদ্দিন বলেন, ‘প্রতিদিন কেন্দ্রে উপচেপড়া ভিড় হচ্ছে। মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় টিকা কেন্দ্রে যেন গণজোয়ারে পরিনিত হচ্ছে। রোববার এক হাজার ৯০৫ জনকে টিকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640