কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুর থানার সদরপুর ইউনিয়নের চৌধুরী পাড়ার গৃহবধু সাগরী খাতুন(৪৫)কে পিটিয়ে আহত করেছে প্রভাবশালী প্রতিবেশি পাষন্ড কামরুল। কামরুলের নামে থানায় অভিযোগ দায়ের করায় মেরে ফেলার হুমকী প্রদানে প্রাণ সংশয়ে আছেন গৃহবধু সাগরী ও তার পরিবার। সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলের দিকে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে মিরপুরের চৌধুরী পাড়ার আনছার সদস্য চাঁদ আলীর স্ত্রী সাগরী খাতুনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে কামরুল বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পাষন্ড কামরুল সাগরী খাতুনের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় মারপিটের এক পর্যায় সাগরী খাতুন অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা সাগরী খাতুনকে উদ্ধার করে মিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত সাগরী খাতুন বলেন, কামরুল বিভিন্ন সময় আমাকে উত্তাক্ত করে থাকেন এবং ঘটনার দিনে আমাকে বেধড়ক মারধোর করলে আমি গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সু-বিচারের আশায় নারী ও শিশু নির্যাতন বিষয়ে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আহত সাগরী খাতুন আরও বলেন- আমি কামরুলের নামে থানায় অভিযোগ দেওয়ায় সে আমাকে মেরে ফেলার হুমকী দিচ্ছে, কামরুলের হুমকীর ফলে বর্তমানে আমি ও আমার পরিবার প্রাণ সংশয়ে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে জানতে কামরুলের মুঠোফোনে যোগাযোগ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply