ইসলামী বিশ^বিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক শ্রেণীতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সভা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রশাসনভবনের তৃতীয়তলার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) এ কে আজাদ লাবলু। উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর ২০টি বিশ^বিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ^বিদ্যালয় এ ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় ক্যাম্পাসে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা পরীক্ষাগুলো নিবো এবং পরীক্ষা গ্রহণের সার্বিক বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করবো ২০ বিশ^বিদ্যালয়ের মধ্যে। উল্লেখ্য যে, গুচ্ছভুক্ত ব্যতিরেখে ইসলামী বিশ^বিদ্যালয়ে ডি ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।
Leave a Reply