কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেছেন, শারদীয় দুর্গোৎসব আমাদের বাঙ্গালী জীবনে একটি সার্বজনীন উৎসব। এ দেশে হিন্ধু,মুসলমানসহ চারটি ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে আসছেন।
গতকাল বিকেলে মহাশ্মশান প্রাঙ্গনে কুষ্টিয়া সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন পাল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা আরও বলেন, ধর্মীয় সৌহাদ্র সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে চলেছেন। কোন ধরণের ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার সুযোগ দেয়া যাবে না। কোন ভাবে উৎসাহ দেয়া যাবে না। অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার।
Leave a Reply