কাগজ প্রতিবেদক ॥ হরিজন পল্লীতে অবহেলিত শিশুরা এখন লেখাপড়া শিখছে, ছবি আঁকছে। তারাও পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছে সামনের দিকে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাথে যুক্ত হয় হরিজন পল্লীতে গড়ে ওঠা মঙ্গলালোকের শিশুরা। এ প্রতিযোগিতায় দুইজন হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থী বিজয়ী লাভ করেন। শিগগিরই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান। এই হরিজন পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছেন নারী বাতায়ন সংস্থার সভাপতি ও মৌবনের নির্বাহী পরিচালক সমাজকর্মী সাফিনা আনজুম জনী। সাফিনা আনজুম বলেন, হরিজন জনগোষ্ঠী বিভিন্নভাবে সমাজে অবহেলিত ও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। সমাজে তাদের সেই অধিকারগুলো ফিরিয়ে দিয়ে মানুষ হিসেবে তাদের পাশে থাকতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলে অবহেলিত শিশুদের মাঝেও দেশপ্রেম ও শিল্পকলার বীজ রোপিত হবে। সুবিধাবঞ্চিত শিশুরাও সুন্দর ছবি আঁকতে জানে, শুধু প্রয়োজন একটু সহযোগিতা। আর আমরা এই কাজটিই করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আয়োজন করা হবে বলেও জানান তিনি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী লাভ করা হরিজন শিশু সুশান্ত’র বাবা বাদল বাঁশফোর জানান, আমাদের শিশুদের লেখাপড়ার ব্যবস্থা নেই। তবে মৌবন নামের এক প্রতিষ্ঠান এখানে মঙ্গলালোক নামে স্কুল চালু করেছে। সেখানে আমাদের বাচ্চাদের পড়ালেখা, হাতের লেখা শেখানোসহ ছবি আঁকানোর ব্যবস্থা করেছে। এখন শিশুরা পড়তে লিখতে পারে। আর কয়দিন আগে আমার ছেলে ছবি আঁকানো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। শুনে আমাদের অনেক ভালো লেগেছে।
Leave a Reply