মিরপুর প্রতিনিধি ॥ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ভেড়ামারাস্থ সাবেক এমপি’র নিজ বাসভবনে মিরপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তি হলে, সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। নিশ্চয়ই আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব ইনশাল্লাহ। আমি এখনও মনে করি বাংলাদেশের সত্যিকার অর্থে জনগণের যদি কোনো নেতা থাকেন, যিনি জনগণকে বোঝেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সত্যিকার অর্থে তিনি জনগণের নেত্রী। তিনি বাইরে থাকলে সব মানুষ স্রোতের মতো তার পক্ষে থাকবে। জামিন পাওয়াটা বেগম খালেদা জিয়ার আইনগত প্রাপ্য, সেই জমিনটা তারা দিচ্ছে না। কারণ, তারা জানে, তিনি জামিন পেলে তাদের অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।
শহীদুল ইসলাম বলেন, ঘুনেধরা নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ও অন্যান্য রাষ্ট্রীয় অঙ্গগুলো ঘুনেধরা এবং দুর্নীতিগ্রস্ত। আগামীতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার। তাই যুগপৎ আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে বর্তমান দলীয় সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামতে হবে। সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, বাংলাদেশের জনসাধারণ যেভাবে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে চান- তা কখনোই বর্তমান আওয়ামী সরকারের দ্বারা পূরণ হবে না। এই বিষয়ের সমাধান রাজপথের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি একটি প্রহসন মাত্র, যার মাধ্যমে মূলত সরকার দলের পছন্দের লোকজন কমিটিতে জায়গা পান। এর মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের জন্য যে আইন আছে, বর্তমান দলীয় সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন সে আইন যথাযথভাবে প্রয়োগ এবং পালন করতে পারছে না। এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান মুকুল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আলম হারছেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ, য্গ্মু আহবায়ক আব্দুল মালেক, জামু, মনোয়ার হোসেন, লাভলু, শাহিন আলী, আনারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গালিব, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্ল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, যুবনেতা বিদুৎ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ইউনিয়ন যুবনেতা ডা. মখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মনির সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply