1. nannunews7@gmail.com : admin :
April 25, 2025, 2:19 am

সেপ্টেম্বরে হল খুললে বেঁচে যাবে ইবি শিক্ষার্থীদের অর্ধকোটি টাকা

  • প্রকাশিত সময় Wednesday, September 29, 2021
  • 141 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সেপ্টেম্বরের মধ্যেই হল খুলে দিতে গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, এ মাসের মধ্যেই আবাসিক হলগুলো খুলে দিলে শিক্ষার্থীদের বেঁচে যাবে প্রায় অর্ধকোটি টাকা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আটটি আবাসিক হল ও ছাত্রাবাস রয়েছে। এসব হল ও ছাত্রাবাসে ৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থীর আবাসনব্যবস্থা আছে, যার মধ্যে ১ হাজার ৯৪৬ জন ছাত্র এবং ১ হাজার ৬৪৮ জন ছাত্রী রয়েছেন। এসব শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশে ভাড়া বাড়িতে ও মেসে অবস্থান করছেন। অতিরিক্ত চাপ ও সিট-সংকটের কারণে তাঁদের দ্বিগুণ ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। সিট ভাড়া গুনতে হচ্ছে ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে। সিট ছাড়তে চাইলেও মালিকপক্ষকে আগে জানাতে হয়। না জানালে করা হয় হেনস্তা। প্রশাসন যদি মাসের শুরুতেই হল খুলে দেয়, তাহলে সুবিধা হয়। নইলে অক্টোবর মাসে অতিরিক্ত ভাড়া গুনতে হবে শিক্ষার্থীদের। এদিকে আবাসিক হল বন্ধ রেখে ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে এক ডজনের বেশি বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষা শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে পুঁজি করে মেস মালিকেরা করছেন সিট বাণিজ্য। মেসে গাদাগাদি অবস্থার কারণে পড়াশোনার পরিবেশ পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ মাসের শেষে ও আগামী মাসের শুরুর দিকে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরাও হলে ফিরতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, দসেপ্টেম্বরের মধ্যেই আবাসিক হলগুলো খুলে দিলে শিক্ষার্থীদের মেস ভাড়া বাবদ বিপুল পরিমাণ টাকা বেঁচে যাবে। এক মাসে বেঁচে যাওয়া এই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় অর্ধকোটি। শিক্ষার্থীদের টাকা বাঁচানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ ইবির উপাচার্য আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরতে হবে। আগামী ৪ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা আছে। সভায় দ্রুত ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640