কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ফিরোজ শেখ (৪৪) নামে এক ব্যক্তিকে ১৪ বছর ও বিপুল ইসলাম (৩১) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ফিরোজকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড এবং বিপুলকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ফিরোজ শেখ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। আর বিপুল ইসলাম কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। ফিরোজ পলাতক রয়েছেন। এ ঘটনায় আলমাস ও অপূর্ব নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি মোরশেদুল ইসলাম মিশুক নামে কুষ্টিয়া জেলা স্কুলের এক ছাত্রকে অপহরণ করা হয়। এ ঘটনায় র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রের বাবা। অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারের জন্য র্যাবের একটি টিম ১১ জানুয়ারি রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ফিরোজ ও বিপুলুকে গ্রেফতার করেন তারা।
ফিরোজের কাছে থেকে আট রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপুলের কাছে থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply