ভারতের গোয়ায় বর্ষীয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো পদত্যাগ করেছেন। পদত্যাগের কিছুক্ষণ আগে তিনি তৃণমৃল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রশংসা করেন। ধারণা করা হচ্ছে, লুইজিনহো তৃণমূলে যোগ দিতে পারেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মমতাকে রাজপথের যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন লুইজিনহো। পদত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে কঠিন লড়াই করেছেন। বাংলায় মমতা ফর্মুলা জিতেছে।
যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত কিছু বলেননি লুইজিনহো। তবে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে পদত্যাগের পরই টুইটারে লুইজিনহোকে ফলো করতে শুরু করেছেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়ান।
Leave a Reply