কাগজ প্রতিবেদক ॥ চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত অশান্ত কুষ্টিয়ায় আইনশৃংলাবাহিনীর কড়া নজরদারীত্ব আর রাজনৈতিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বাঘা বাঘা চরমপন্থী সন্ত্রাসীরা একের পর এক নিহত হয়। ২০০৫ সাল থেকে অধ্যবধি কুষ্টিয়ায় পুলিশ, র্যাব ও যৌথবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পড়ে প্রায় ৫ শতাধিক নিষিদ্ধঘোষিত চরমপন্থী সন্ত্রাসী নিহত হওয়ার পর অশান্ত কুষ্টিয়ায় শান্তি ফিরে আসে। যেখানে দিনের আলোয় সাধারণ মানুষ নিরাপত্তাহনীতায় ঘর থেকে বের হতে পারেনী। এখন রাত ২টা বাজার পরও রাজধানী থেকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে নেমে বাড়ীতে ফিরে যাচ্ছে নিরাপদে। ২০০৮ সালে আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মানুষের এ মৌলিক অধিকার আরও সুদৃড় হয়। দিনে রাতে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষ অনায়াসে যাতায়াত করতে শুরু করে। কিন্তু গেল ৮ মাসে এ অবস্থার যেন অনেকটা পরিবর্তন হয়েছে একের পর এক খুণ, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি কুষ্টিয়ায় বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে নতুন করে আতংক ছড়িয়ে পড়েছে। এক জরিপে দেখা গেছে গেল ৮ মাসে কুষ্টিয়ায় অন্তত ২০টি খুনের ঘটনা ঘটেছে। ছিনতাই, চুরি, হামলা, লুট, ডাকাতির ঘটনার হিসেব নেই। মহাজোট সরকারের সময়কালে ৮ মাসে কুষ্টিয়ায় রেকর্ড খুনের ঘটনা।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে প্রশান্ত দে (৪০) নামে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছর ২৫ ফেব্রুয়ারী থেকে গেল ৮ মাসে কমপক্ষে ২০টি খুনের ঘটনা ঘটেছে। সুত্রটি জানায়, সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া এলাকায় নিহত প্রশান্ত বেদ বিত্তিপাড়া পানের হাট এলাকার খলসি বেদের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় বড় ভাই আনন্দ বেদের (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই প্রশান্ত বেদ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রশান্ত বেদের ফুফাতো ভাই অবুঝ কুমার বলেন, দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার বিকেল ৪টার দিকে ভাইয়ের বউদের মধ্যে তুমুল ঝগড়া লাগে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই আনন্দ বেদ ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের মাথা, গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এম এইচ এস নির্ঝর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই প্রশান্ত বেদের মৃত্যু হয়েছে। তার মাথা, ঘাড় ও গলায় এলোপাতাড়ি কোপানো হয়। জরুরি বিভাগ থেকে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। এ সময় বড় ভাই রাগে-ক্ষোভে ছোট ভাইকে খুন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চলতি বছর গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার উজাগ্রাম ইউনিয়নের দরবেশপুর ব্যাংক কর্মকর্তা রাজু আহমেদ খুন হয়। ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর এলাকার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়ায় পারিবারিক কলোহের জের ধরে স্বামী জাকির (২০) কে স্ত্রী সোনিয়া কর্তৃক পানিতে এসিড মিশিয়ে খুন করে। গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় ধানক্ষেত থেকে মিরাজ (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। ৫ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়াতে মানতের মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কবির খান (৩৫) খুন হয়। ২ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলায় মফিদুল ইসলাম (৫৫) এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগষ্ট মাসেও খুন, ছিনাতাই, চুরি, ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন না করায় এসব ঘটনা বেড়েই চলেছে। অভিজ্ঞমহলের মত মহাজোট সরকারের এ সময়ে যেখানে অশান্ত কুষ্টিয়ায় শতভাগ শান্তি ফিরে আসে সেখানে মাত্র ৮ মাসে সে রেকর্ড ভেঙ্গে খুণ, চুরি, ডাকাতির ঘটনায় রেকর্ড সৃষ্টি করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Leave a Reply