1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:21 pm

প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ভেড়ামারায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

  • প্রকাশিত সময় Monday, September 27, 2021
  • 169 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’কে আটক ও কুষ্টিয়াসহ সারাদেশে প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানিয?ে সোমবার সকাল ১০টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গা পূজায় সকল পূজা মন্ডবে নিরাপত্তা প্রদাণ ও নির্বিঘ্নে পূজার উৎসব উদযাপনে সার্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও মানববন্ধনে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তির দাবি জানান বক্তারা। ভেড়ামারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চাঁদ কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক কুন্ডু, সহ সভাপতি নন্দ দুলাল কুন্ডু, স্বপন ঘোষ, মহাদেব কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ পন্ডিত, রতন ঘোঘ, মহিলা বিষয়ক সম্পাদক জুথিকা ঘোস, রুবি সরকার। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সঞ্জয? বিশ্বাস, পদ সর্মা, সদস্য অরবিন্দ বিশ্বাস, বিপ্লব দেবনাথ, রিপন বিশ্বাস, সপ্তম আগরওয়াল, প্রভাস বিশ্বাস। এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ যথাক্রমে, গৌরচন্দ্র বিশ্বাস, সুকুমার পাল, সুভাষ প্রামানিক, বিপ্লব শর্মা, বিকাশ রায়, সুজিত কুন্ডু, বাবু উজ্জ্বল কুমার দাসসহ উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640