জার্মানির সাধারণ নির্বাচনে জয়ী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) সরকার গঠনের জন্য জোট গড়ার প্রক্রিয়া শুরু করছে।
রোববারের ভোটে ২০০৫ সাল থেকে ১৬ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে (সিডিইউ) খুব সামান্য ব্যবধানে হারিয়েছে এসপিডি।
প্রাথমিক ফলাফলে, মধ্য-বামপন্থি দল এসপিডি মোট ভোটের ২৫ দশমিক ৭ শতাংশ পেয়েছে। মের্কেলের রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট।
তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ এবং লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ ভোট।
চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের শরণ নিতে হবে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে।
জোট গঠনের আলোচনায় মের্কেল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটির গতিপথ নির্ধারণ করবে।
সোমবার আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে দলগুলো সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের ঘোষণা দেওয়া শুরু করবে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে গ্রিন পার্টি এবং এফডিপির সঙ্গে এসপিডির জোট গড়ার সম্ভাবনা রয়েছে। যদিও দল দুটি রক্ষণশীলদের সঙ্গে যোগ দিতে পারে বলেও আভাস হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের পর জার্মানিতে এসপিডির আবারও ফিরে আসার মধ্য দিয়ে ইউরোপের কিছু অংশে মধ্য-বামপন্থিদের অন্তর্র্বতী সময়ের জন্য পুনরুত্থান ঘটার একটি ধারণা পাওয়া যায়। এ মাসের শুরুতে নরওয়েতেও মধ্য-বামপন্থিরা নির্বাচনে জয়লাভ করেছে।
Leave a Reply