আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা রেল ষ্টেশনে মূমূর্ষ রোগীদের ট্রেনে উঠানো ও নামানোর সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শহিদুল কাউনাইন টিলু ও তার পুত্র কাইসুল কাউনাইন রুবেল হুইল চেয়ার প্রদান করেন ।হুইল চেয়ার প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সহকারী ষ্টেশন মাস্টার শহিদুল ইসলাম টোকন, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, যুবদল নেতা সাগর, লেবার সর্দ্দার হায়দার আলী প্রমুখ।আলমডাঙ্গা রেল ষ্টেশনে হুইল চেয়ার প্রদানকালে শহিদুল কাউনাইন টিলু বলেন, আলমডাঙ্গা রেল ষ্টেশন থেকে ট্রেনে করে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে রোগী নিয়ে ডাক্তারের কাছে যায়। শুধু আলমডাঙ্গার মানুষ একা যায় না। এই ষ্টেশন থেকে গাংনী, হরিনাকুন্ড ও কুষ্টিয়া মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনায় ডাক্তার দেখাতে যায়। তাদেরকে আলমডাঙ্গা ষ্টেশনে নিয়ে আসার পর নিচ থেকে ষ্টেশনের উপরে তুলে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাদের সুবিধার্থে একটি হুইল চেয়ার ষ্টেশন মাস্টারের হাতে তুলে দেন। এটা সেবা মুলক কাজে ব্যবহার হবে। এই ষ্টেশনে যাহারা লেবার আছে তারা হুইল চেয়ারে রোগী তুলতে সাহায্য করবে। সমাজ অনেক বৃত্তবান মানুষ আছেন, যারা ইচ্ছে করলেই এসব উদ্যোগ নিতে পারেন। কিন্তু তা কেউ করতে চাইনা।
Leave a Reply