ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি॥ গ্রামের সরকারি পাকা সড়কের উপর উলু, খড়, ধান, গম ও ধানের বিছুলিসহ বিভিন্ন দ্রব্যাদী শুকানো ও রাখতে নিষেধ করে কড়া হুশিয়ারি দিয়ে ভেড়ামারা উপজেলা প্রশাসন থেকে সতর্কমূলক মাইকিং করা হয়েছে।রবিবার সকাল থেকে উপজেলায় জনসাধারণের সতর্ক করে মাইকে এ প্রচারণা চালনো হয়। প্রচারণায় বলা হয় এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানাগেছে, দীর্ঘদিন ধরে গ্রামের পাকা রাস্তা দখল করে এক শ্রেণির মানুষ ফসল ও বিভিন্ন দ্রব্য শুকানোসহ গরু-ছাগল বেধে রাখছে। এতে সড়কে পথচারীদের চলাচলের সমস্যাসহ দুর্ঘটনায় মৃত্যুর মত মর্মান্তিক ঘটনাও ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, গতকাল (আজ) উপজেলা প্রশাসন থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি কেউ সড়কের উপর উলু, খড়, ধান, গম ও ধানের বিছুলিসহ বিভিন্ন দ্রব্যাদী রাখে তাহলে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply