কাগজ প্রতিবেদক॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারঃ) ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের পিতা বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন। শনিবার রাতে কুষ্টিয়া শহরের তোফাজ্জুল হেলথ্ এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় নিজ এলাকা চুড়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক ড. আমানুর আমান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। জানাযার নামাজের পূর্বে মরহুমের কফিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য মৃত আবুল কাশেম ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ছিলেন। তিনি ছিলেন আওয়ামী রাজনীতির একজন একনিষ্ঠ কর্মী। তিনি চুড়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২০০৩ হতে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করে বার্ধক্যজনিত কারনে রাজনীতি থেকে অবসর নেন।
Leave a Reply